সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর (ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, ইত্যাদি) সমাজের ওপর বিশাল প্রভাবটিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন সামাজিক ব্যধি বা সমস্যাগুলো সম্পর্কে সবার মাঝে সচেতনতা গড়ে তুলতে চাই। আমরা আমাদের লক্ষে পৌঁছানোর উদ্দেশ্যে ভিডিও, শর্ট ফিল্ম, ব্লগ ইত্যাদির মাধ্যমে সবার মাঝে আমাদের কথা পৌঁছে দেব। 

Our first project, SommoTea, was a true learning experience, and after 3 months of hard work, it’s finally ready. Watch it here!

সম্ম-Tea – A Tale of Consent | Consent (সম্মতি) explained using Tea | Oroddho Foundation

হ্যাঁ ও না বিভিন্নভাবে প্রকাশ করা যেতে পারে, তবে অনেকেরই সম্মতির ধারণাটি উপলব্ধি করতে সমস্যা হয়ে থাকে । হাসি-ঠাট্টার মিশ্রণে এখানে আপনারা পাচ্ছেন সম্ম-tea -এর নির্দেশাবলী, বাংলাদেশের প্রিয় পানীয়ের সঙ্গে।

আমাদের ‘ব্লগ’ এর কাজ এখনো চলছে, এবং খুব জলদি এটি আমাদের ওয়েবসাইটে যোগ করা হবে।